হাসপাতাল ক্লিনিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন- গতিশীল নেতৃত্বই শ্রমিকদের অধিকার আদায়ে কাঙ্খিত ভূমিকা রাখতে পারে। নবগঠিত হাসপাতাল ক্লিনিক কর্মচারী ইউনিয়নের মহানগর কমিটি বৃহত্তর সিলেট অঞ্চলে শ্রমিকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের দেশে শ্রমিক আন্দোলনের নামে অনেক ক্ষেত্রে অনাচারই হয়ে থাকে। নানা আন্দোলনের মাঝে হারিয়ে যায় শ্রমিকদের প্রকৃত প্রয়োজন আর অধিকারের কথা। শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই গতানুগতিকতার মাঝে ব্যতিক্রম, ইতিবাচক ও গঠনমূলক কর্মপ্রবাহ তৈরি করেছে। শ্রমিকদের নৈতিক জীবন গঠনে যেমন ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়েও অগ্রগামী থাকছে। এর দ্বারা অব্যাহত রাখতে শ্রমিক নেতৃবৃন্দকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি শুক্রবার (৮ জানুয়ারি) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন মহানগর হাসপাতাল ক্লিনিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলণে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়নের সভাপতি দিলশাদ মিয়ার সভাপতিত্বে ও আব্দুস সাত্তারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, অফিস ও প্রচার সম্পাদক বদরুজজামান ফয়সাল ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল।
সম্মেলণে ২০২১-২২ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করেন বিশেষ অতিথি সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ।
২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি মো. দিলশাদ মিয়া, সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, অর্থ-সম্পাদক আব্দুল মোমিন, সহ-অর্থ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তারিক আহমদ, সমাজসেবা সম্পাদক শেখ আব্দুল মোমিন, সহ-সমাজসেবা সম্পাদক জাবেদ আহমদ, প্রকাশনী সম্পাদক আল আমিন, সহ-প্রকাশনী সম্পাদক রইছ উদ্দিন, অফিস সম্পাদক শামসুল ইসলাম, সহ-অফিস সম্পাদক রফিকুল ইসলাম রাজন, ক্রীড়া সম্পাদক রাসেল আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ, পাঠাগার সম্পাদক মোজাহিদ আলম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক আজাদ, সহ-প্রচার সম্পাদক পারভেজ আহমদ, আইন আদালত সম্পাদক আনোয়ার হোসেন রাসেল, সহ আইন আদালত সম্পাদক সদরুজ্জামান নিজু, সাহিত্য সম্পাদক নজরুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া বেগম।