দলীয় সিদ্ধান্তের বিরোধীতা যারা করে, তারা দলের কেউ নয়: এড. নাসির খান
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটের প্রথম শ্রেণির পৌরসভার একটি প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ। আওয়ামী লীগের নীতিনির্ধারণী কমিটির সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্বাচনী এলাকাও এটি।
বিগত দিনে সরকার ও প্রশাসনের উপর মহলেও ছিলেন গোলাপগঞ্জের কৃতি সন্তানরা। ফলে এ সিলেট অঞ্চলের মধ্যে গুরুত্ব বিবেচনায় আলাদা মূল্যায়ন উপজেলার। সেই গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর।
আসন্ন গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুহেল আহমদ এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হযয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- দলীয় সিদ্ধান্তের বিরোধীতা যারা করে তারা দলের কেউ নয়। তাদেরকে দল বহিষ্কার করবে। তিনি বলেন- নৌকা জনগণের উন্নয়নের প্রতীক। নৌকা শুধু রুহেল আহমদের প্রতীক নয়, এ প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে।
তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের হুশিয়ারী উচ্চারণ করে বলেন- যারাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বহিস্কার করা হবে। এবং বিদ্রোহী প্রার্থীদের যে সব নেতৃবৃন্দ সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক হুমাইয়ুন ইসলাম কামাল, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, এডভোকেট মনসুর রশীদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মেয়র প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্ছু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসিদুর রহমান আসাই, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পাবেল আহমদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত, পৌর আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, রশেদ্র পাল, সুহেল আহমদ।
অনুষ্ঠানে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সায়াদ, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হানিফ খান, আবু সুফিয়ান আজম, সাইকুজ্জামান চৌধুরী শিমু, মাজেদ শরীফ চৌধুরী, ইমরুল হানিফ, নুরুল ইসলাম, নাজিম লস্কর, কামাল আহমদ সহ উপজেলা, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।