ট্রাক চাপায় দুই ছাত্রদল নেতার মৃত্যু: সিলেট মহানগর বিএনপির শোক
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ফাজিল চিশতে ট্রাকের ধাক্কায় দুই ছাত্রদল নেতা সজিব আহমদ ও লুৎফুর রহমান মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।
মঙ্গলবার (১২ জানুয়ারি) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন- সজিব আহমদ ও লুৎফুর রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের বলিষ্ঠ ও নিবেদিত কর্মী ছিলেন। সংগঠনকে শক্তিশালী করতে তারা রাজপথে থেকে কাজ করে গেছেন। তাদের মতো অকুতোভয় ছাত্রনেতাদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। নেতৃবৃন্দরা সিলেট শহরের মধ্যে ট্রাকের বেপরোয়া চলাচলে প্রশাসনের অবহেলার জন্য দায়ী করেন।
নেতৃবৃন্দ বলেন- বার বার ট্রাকের বেপরোয়া গতির কারনে একের পর এক তরতাজা প্রাণ অকালে ঝড়ে যাচ্ছে। অথচ প্রশাসনের ট্রাফিক বিভাগ কোন পদক্ষেপ গ্রহণ করছে না। বক্তারা দোষী ট্রাক চালক ও হেলপারকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি নেতৃবৃন্দরা সিলেটে বিক্ষুব্ধ জনতার উৎশৃঙ্খল ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।