সিলেটের সবুজ বিপণী মার্কেটে ইরি’র উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সময় সিলেট ডট কম
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সবুজ বিপণী মার্কেটে ইরি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে ইরি’র উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন ইরি’র সত্ত্বাধিকারী মুরাদ আহমদ।
ম্যানেজম্যান্ট মো. আবু তাহের এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাকলী মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুল হক জাবেদ, ব্যবসায়ী আলী আহসান সাকু, হক ইলেক্ট্রনিকের সত্ত্বাধিকারী মুজিবুল হক, ঢাকা যাত্রাবাড়ি বন্ধু গার্মেন্টসের সত্ত্বাধিকারী লিটন মন্ডল, ব্যবসায়ী অপু আহমদ, রাজন আহমদ প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সবুজ বিপণী মার্কেটের ব্যবসায়ী, দোকান মালিক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের খতিব মুফতী মুজাম্মিল আলী।
সভায় বক্তারা বলেন- ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি ও হাতিয়ার হিসেবে কাজ করছেন। সঠিক ও নৈতিকতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে সহজে লাভবান হওয়া সম্ভব। যারা সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করেন তারাই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারেন। বক্তারা বলেন- একজন প্রকৃত ব্যবসায়ী গ্রাহকদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে ক্রেতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানে উন্নতি করতে পরে।




