বিশ্বনাথে নদীতে বেরিয়ে পড়েছে গ্যাসের পাইপ : দুর্ঘটনার আশঙ্কা!
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড়পুরস্থ দক্ষিণ পার্শ্বে খাজাঞ্চি নদীর তলদেশে জালালাবাদ গ্যাসলাইনের পাইপ বেরিয়ে পড়েছে। পাইপগুলো বেরিয়ে পড়ায় এনিয়ে স্থানীয় জনমনে বিরাজ করছে আতংক। যে কোন সময় অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটার আশংকায় রয়েছেন স্থানীয়রা।
সিলেট হতে ছাতক পর্যন্ত গ্যাস লাইন সংযোগের যে পাইপ মাটির ভিতর দিয়ে টেনে নেওয়া হয়েছে সেটির একটি অংশ বিশ্বনাথ থানার খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড় পুরের দক্ষিণে সুরমার শাখা খাজাঞ্চি নদীতে অবস্থিত।
ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড়পুর গ্রামের দক্ষিণ দিকে নদীর মধ্যে পাইপটি বেরিয়ে পড়ায় খুবই বিপজ্জনক অবস্থায় লাইনটি রয়েছে।
এ ব্যাপারে স্থানীয় পাহাড়পুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দানবীর সেলিম জে আহমেদ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বার্তা প্রেরণ করলে বিষয়টি সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা দেখতে পান।
সিলেট হতে ছাতকগামী জালালাবাদ গ্যাসের দুটি লাইন খাজাঞ্চি নদীর উপর দিয়ে টেনে নেওয়া হয়েছে। নদীর তলদেশ দিয়ে লাইনগুলো টানা হলেও বিগত বছর নদী খনন করায় উক্ত স্থানে পাইপগুলো পানির আর্ধহাত নিচে বেরিয়ে পড়েছে। শীত মৌসুমে নদীর পানি শুকিয়ে তলানিতে থাকায় পাইপের উপর দিয়ে মানুষজন এপার ওপার যাতায়াত করতে দেখা গেছে। এছাড়া স্থানীয় বাসিন্দারা গরু-মহিষ নিয়ে আছেন বিপাকে। নদীর অল্প পানিতে গো মহিষ গোসলে কঠিন সতর্কতা অবলম্বন করেও অনেকের গরু পাইপে ধাক্কা খেয়ে জখমী হচ্ছে বারংবার। এছাড়া স্থানীয় ছোট ছোট নৌকা চলাচলের ক্ষেত্রে যে কোন সময় বড় রকমের দূর্ঘটনায় পড়তে পারে বলে ঝুঁকি তো রয়েছেই। এছাড়া পাইপে মরিচা পড়ে পাইপগুলো লিকেজ হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটারও রয়েছে সম্ভাবনা।
এব্যাপারে পাহাড়পুরের একাধিক ব্যক্তির সাথে কথা হয়েছে। তাদের সকলেই জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবী উত্থাপন করেছেন যাতে রাষ্ট্রীয় সম্পদ ও স্থানীয় জনগণের জানমাল রক্ষার তাগিদে এ বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন যথাশীঘ্রই। তা না হলে দূর্ঘটনা এড়ানো সম্ভব হবে না বলে মনে করছেন অনেকেই।
এব্যাপারে স্থানীয় ওয়ার্ডের মেম্বার আমির আলীর সাথে কথা হলে তিনিও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।