সিলেটে ছাত্রদল নেতার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
নগর সংবাদদাতা :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সম্পাদক তাজুল ইসলাম সাজুর উদ্যোগে অসহায় ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (৬ মে) বাদ আসর নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম সাজুর সভাপাতিত্বে ইফতার বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল আহাদ খাঁন জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুহিবুর রহমান লিটন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক ইঞ্জিনিয়ার সাইব আহমদ, সিলেট জেলা যুবদল নেতা ও বিশ্বনাথ উপজেলা যুবদলের সদস্য সৌরভ আহমদ লাকী, সিলেট জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক দিলোয়ার হুসেন সজিব, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মিনহাজ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক এস এম তাফফিম, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, সিলেট জেলা ছাত্রদলের সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহির তালুকদার, ২২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহমদ রাফি, সিলেট জেলা ছাত্রদলের অন্যতম সদস্য জাবেদ হাসান, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কয়েছ আহমদ, সবুজ জেলা ছাত্রদল নেতা নাদিম আহমদ তারেক, নুর আহমেদ প্রমুখ।