রাজাগঞ্জ ইউপি জমিয়তের উদ্দ্যোগে ঈদের খাদ্যসামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম রাজাগঞ্জ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ও আরব আমিরাত জমিয়তের সহ-অর্থ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম এর অর্থায়নে দ্বিতীয় বারের মত রাজাগঞ্জ ইউনিয়নের ১১৩টি অসহায় পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ এবং ১০জন এতিমকে ঈদবস্ত্র প্রদান করা হয়েছে।
শুক্রবার (৭ মে) সিলেটের কানাইঘাট উপজেলা যুব জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলামের রাজাগঞ্জস্থ বাড়িতে এই খাদ্যসামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন জমিয়তের সহ-সভাপতি ও জমিয়ত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শামসুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল, ৪নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মাওলানা হারুন রশীদ, যুব জমিয়ত কানাইঘাট উপজেলা সাধাণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম মাওলানা আব্দুর রহমান (সুরাব), মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মনসুর আহমদ, ফখরুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল নুমান প্রমুখ।