হাবিপ্রবি খোলার আন্দোলন শান্তিপূর্ণ করতে এসপি’র সাথে সাক্ষাৎ
সময় সিলেট ডট কম
করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে খুলে দিয়ে স্থগিত পরীক্ষাগুলো নেয়ার আন্দোলনকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন [বিপিএম, পিপিএম (বার)] এর সাথে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সাক্ষাৎ শেষে স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
বুধবার (২৬ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন’র [বিপিএম, পিপিএম (বার)] সাথে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন তিনি।
এদিকে গত ২৪শে মে সারা দেশের নেয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা। তাঁর সাথে বিশ্ববিদ্যালয় খোলার ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমরান হোসেন জানান- ‘আমরা মূলত গিয়েছিলাম জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে। আজ সরকারি ছুটি থাকায় জেলা প্রশাসকের সাথে দেখা করা সম্ভব হয়নি। তবে পুলিশ সুপার মহোদয়ের সাথে সাক্ষাৎ করে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন- মূলত আমরা যে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সেটি শেষ হবার পরেও আমরা কোন সিদ্ধান্ত পাইনি। পরবর্তীতে আমরা যদি আরও কঠোর আন্দোলনে যাই, সেটি আগে থেকেই জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাখবার জন্যই মূলত আজ দেখা করা। এসপি মহোদয় আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন আমাদের কথা চিন্তা করেন এই ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।