বিয়ানীবাজারে উদ্বোধনের আগেই ধসে পড়লো টার্মিনালের দেয়াল
বিয়ানীবাজার সংবাদদাতা :
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৮ জুন উদ্বোধন হবে সিলেটের বিয়ানীবাজারের একমাত্র পৌর বাস টার্মিনাল। কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধনের মাত্র ২ দিন আগে মিনি বাস টার্মিনালের পশ্চিম পাশের সীমানা প্রাচীর ধসে পড়েছে। শুক্রবার (৪ জুন) দিবাগত রাতের কোনো এক সময় সীমানা প্রাচীরটি ধসে পড়ে।
স্থানীয়রা জানান- আগে থেকেই দেয়ালটি একটু হেলেছিলো, শুক্রবার রাতে পুরো দেয়ালটি ধসে পড়ে। তাদের অভিযোগ নির্মাণ প্রতিষ্ঠানের গাফলতির কারণে দেয়ালের ধস।
পৌরসভা সূত্রে জানা যায়- পৌর মিনি বাস টার্মিনালের অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৭৮ লাখ টাকা। অবকাঠামো নির্মাণ করে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আশা এন্টারপ্রাইজ। ভূমি ক্রয়’সহ এ মিনিবাস টার্মিনালে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা।
বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর বলেন- খবর পেয়ে সকালেই পরিদর্শন করেছি। ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে তারা দুই একদিনের মধ্যে পুর্ননির্মাণ করে দেবেন। তিনি জানান- শুক্রবার রাতের ভারী বর্ষণের কারণে ভিতরে থাকা ভরাট মাটির চাপে দেয়াল ধসে পড়েছে।