সিদ্দিকী নাজমুলের সুস্থতা কামনায় ওসমানীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের রোগমুক্তি চেয়ে সিলেটের ওসমানীনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুন) বাদ আসর ওসমানীনগরের দয়ামীর বাজার শাহী ইদগাহ মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহইয়ার উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সদস্য শাইস্তা আল নোমান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক আখতার আহমদ মিনছার, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, যুবলীগ নেতা আমীর আলী, দয়ামীর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা জাহির আহমেদ মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদ আহমদ, দপ্তর সম্পাদক আনোয়ার মিয়া, জয়নাল আহমদ, রুহুল আহমদ, সেচ্ছাসেবক লীগ নেতা মোজাহিদ আলী, ছাত্রলীগ নেতা শাওন আহমেদ, আনু মিয়া, আলমগীর আহমদ, নাজিম মিয়া, আকরাম আহমদ, মুজিবুর রহমান, এনাম আহমদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দয়ামীর বাজার বায়তুন নুর জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মুকাদ্দাস আলী।