বাংলাদেশ ব্যাংক ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিশেষ সংবাদদাতা :
বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট—এর মুজিববর্ষ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ জুন বিকালে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি জলি তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম।
ক্লাবের সাধারণ সম্পাদক রান্টু চন্দ্র দাস-এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- ক্রীড়া সম্পাদক (বহি.) মো. দেলওয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন- ক্রীড়া সম্পাদক (অভ্য.) মো. মনির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- ডিজিএম আবু ওয়াফা মো. মুফতি, খালেদ আহমদ, মো. আমিনুল ইসলাম, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, মোস্তফা আজাদ কামাল, এ.টি.এম আব্দুল্লাহ, মো. আতিকুর রহমান, কালিপদ রায়, জাবেদ আহমদ, সঞ্জীবন মজুমদার, মো. সফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান এবং ক্লাব কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করেন- প্রধান অতিথি নির্বাহী পরিচালক মো. আবুল বশর। প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করেন ক্লাবের সভাপতি জলি তালুকদার ও সেক্রেটারি রান্টু চন্দ্র দাস।