ওসমানীনগরে গোয়ালাবাজার রাজভোজন রেস্টুরেন্টকে জরিমানা
ওসমানীনগর সংবাদদাতা :
সিলেটের ওসমানীনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য এবং স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন করায় গোয়ালাবাজারস্থ রাজভোজন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ জুন) দুপুরে বিয়ের অনুষ্ঠান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাছলিম। তিনি বলেন- করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় এ জরিমানা করা হয়েছে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক অনুষ্ঠানের আয়োজনের অনুরোধ জানান তিনি।
স্থানীয়রা জানায়- বুধবার রাজভোজন রেস্টুরেন্টে বিয়ে করেন স্থানীয় সিকন্দরপুর গ্রামের বর। আর কনে ছিলেন শেরপুরের। নিষেধাজ্ঞা থাকায় কোনো কমিউনিটি সেন্টার বুকিং করতে না পেরে বিয়ের আয়োজন করা হয় ওই রেস্টুরেন্টে। এমতাবস্থায় স্থানীয় প্রশাসন বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যবিধি ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
প্রসঙ্গত, লকডাউন চলাকালীন সময়ে কোনো প্রকার অনুষ্ঠানের জন্য প্রতিষ্ঠান ভাড়া না দিতে গত ২৩ জুন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কমিউনিটি হল মালিকদের অনুরোধ করা হয়।