মোংলায় নতুন করে আরও ৯ জনের করোনা পজেটিভ শনাক্ত
মোংলা সংবাদদাতা :
বাগেরহাটের মোংলায় নতুন করে আরো ৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন করোনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বৃহস্পতিবার শনাক্তের হার ৬০ ভাগ। এর আগে বুধবার ছিল ৫২.৩৪ ভাগ।
গত এক মাসে (৩০ মে থেকে ৩০ জনু) কঠোর বিধি নিষেধ চলাকালে এখানে ১ হাজার ৬৩ জন করোনা পরীক্ষা করিয়েছেন। তার মধ্যে ৫শ ৮৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এ সব তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. জীবিতেষ বিশ্বাস।
তিনি বলেন- লকডাউনের বিধি নিষেধে কড়াকড়ি আরোপে বৃহস্পতিবার নমুনা দিতে আসা লোকের সংখ্যা কম, তাই শনাক্তের হার বেড়েছে।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে মোংলায় আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) রাতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব মন্ডল (৩৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। কয়েক দিন যাবৎ জ্বর সদ্ধি কাশি থাকায় গত ২৬ জুন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নমুনা পরিক্ষা দিয়ে করোনা পজিটিভ হন তিনি। এর পর শ্বাসকষ্ঠ দেখা দিলে ভর্তি হন খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে।
করোনায় প্রান হারানোন বিপ্লব মন্ডল চিলা ইউনিয়নের কালীকা বাড়ী এলাকার বিনোদ মন্ডলের ছেলে।
মোংলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিবিতেষ বিশ্বাস জানান- সরকারী হিসাব মতে, মোংলা উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।