মোংলা বন্দরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
মোংলা সংবাদদাতা :
করোনাকালে বিশ্বের সামুদ্রিক বাণিজ্য যখন চ্যালেঞ্জের মুখে পড়েছে ঠিক সেসময়ই বিপরীত চিত্র দেখা গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলায়।
২০২০-২১ অর্থবছরে বাগেরহাট জেলার মোংলা বন্দর দিয়ে মোট ১৪ হাজার ৪৭৪ টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানী করা হয়েছে। ২০১৯- ২০ অর্থবছরে এ বন্দরে মোট গাড়ি খালাস করা হয় ১২ হাজার ২৯৩ টি।
রোববার (৪ জুলাই) সকাল ১০ টায় বন্দরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এফডব্লিউসি, পিএসসি, বিএন।
এ সময় বন্দরের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ, পদস্থ কর্মকর্তাবৃন্দ ও খুলনা, বাগেরহাট এবং মোংলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।