সিলেটে ভূমিকম্প অনুভূত : উৎপত্তিস্থল ভারতের লাখীপুর
সময় সিলেট ডেস্ক :
সিলেটে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ভূকম্পনের উৎপত্তিস্থলের দূরত্ব ২৪২ কিলোমিটার। উৎপত্তিস্থল ভারতের আসামের কাচার জেলার লাখীপুরে।
বুধবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এসব তথ্য জানান।
তিনি জানান- আজ সকাল সিলেটে ৯টা ১৫ মিনিট ২৪ সেকেন্ডে সিলেটসহ রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ৫ দশমিক ২ মাত্রায় মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে- ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ, ভুটান থেকেও এ ভূকম্পন অনুভূত হয়েছে।