চুনারুঘাটের বিভিন্ন বাজারে প্রশাসনের অভিযান : মামলা, অর্থদণ্ড
চুনারুঘাট সংবাদদাতা :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় বাজারগুলোতে প্রশাসনের অভিযানে মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) দিনব্যাপী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবেদ হাসনাত চৌধুরী, ইউপি সদস্য ও সেনাবাহিনীর টিম।
সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে চুনারুঘাট উপজেলার ১নং ও ২নং ইউনিয়নের আসামপাড়া বাজার, জারুলিয়া বাজার, আমুরোড বাজার, রাজার বাজার, রানীরকোর্ট বাজার, কাচুয়া বাজার’সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় মোট ১০টি মামলায় ৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ সময় করোনাভাইরাসের সংক্রমণরোধে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।