হবিগঞ্জে ৬ কোটি টাকার সাপের বিষ’সহ দুই পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে কোবরা সাপের বিষ’সহ ২ জনকে আটক করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ৯ কেজি কোবরা সাপের বিষ, একটি গাইড বই ও ডিভিডি প্লেয়ার’সহ বিষ সংরক্ষণের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এ তথ্যটি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান- জব্দকৃত বিষের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা। এছাড়া গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষগুলো নিজেদের বলে স্বীকার করে এগুলো কোবরা সাপের বিষ বলে জানিয়েছে।
সোমবার (১২ জুলাই) দুপুরে জব্দকৃত আলামত’সহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব-৯। এরপর ওইদিন বিকেলে পুলিশ আসামীদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন ও একই গ্রামের এজাবত আলীর ছেলে আলা উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্র জানায়- দীর্ঘদিন থেকে একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে সাপের বিষ সংগ্রহ করে আসছে। এরপর অন্য আরো একটি চক্রের মাধ্যমে এগুলো দেশের বাইরে পাচার করে। এনিয়ে দীর্ঘদিন থেকে র্যাব কাজ করছে। এর প্রেক্ষিতে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের আটঘরিয়া গ্রামে অভিযান চালায় র্যাব-৯। এ সময় সাপের বিষসহ ২ পাচারকারীকে আটক ও প্রায় ৯ কেজি কোবরা সাপের বিষ জব্দ করে।