হবিগঞ্জের নবাগত এসপিকে প্রবেশমুখ মাধবপুরে ফুল দিয়ে বরণ
হবিগঞ্জ সংবাদদাতা :
মো. তানভীর হোসেন, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলার নবাগত এসপি এস এম মুরাদ আলীকে রোববার (১১ জুলাই) সিলেটের প্রবেশমুখ মাধবপুরে ফুল দিয়ে বরণ করা হয়েছে।
মাধবপুর উপজেলা দিয়ে প্রবেশ করার সময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল রাজ্জাক ও পুলিশ তদন্ত ওসি মো. আমিনুল ইসলাম’সহ মাধবপুর থানায় কর্মরত পুলিশ সদস্যরা নবাগত এসপিকে ফুল দিয়ে অভিনন্দন ও স্বাগতম জানিয়েছেন।
এ সময় নবাগত এসপি এস এম মুরাদ আলী জানান- আমি হবিগঞ্জ জেলার সকলকে নিয়ে সরকারি আইন অনুযায়ী মাঠে কাজ করবো। হবিগঞ্জ জেলাকে ডিজিটাল আইন দ্বারা পরিচালনা করব। যাকে যেভাবে আইনি সহযোগিতা করা যায়, সেভাবে সহযোগিতা করব এবং মাদক মুক্ত সমাজ ও দেশ গড়ে তুলতে কাজ করবো।