নবীগঞ্জে জাকির ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
হবিগঞ্জের নবীগনজ উপজেলার ইনাতগনজ উচ্চ বিদ্যালয়ের হল রুমে আজ বুধবার (১৪ জুলাই) সকাল ১১টায় সামাজিক সংগঠন ‘জাকির ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাকির ফাউন্ডেশনের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও এম এস লিমনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন- মানবতার কল্যাণে জাকির ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছে সত্যি প্রসংশার দাবিদার। শুধু ইনাতগঞ্জ ইউনিয়ন নয়, সমগ্র নবীগঞ্জব্যাপী কাজ করবে জাকির ফাউন্ডেশন এই প্রত্যাশা আমাদের।
তিনি বলেন- জাকির ফাউন্ডেশন চেয়ারম্যান জাকির সাহেবের মত অন্যান্য প্রবাসীরাও এভাবেই এগিয়ে আসবেন, এটা আমারা প্রত্যাশা করি।
বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি দিলারা হোসেন। ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালিক, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম ইলাক, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নিজামুল চৌধুরী, তরুণ সমাজ সেবক ও ব্যবসায়ী নোমান হোসাইন, মিটু দেব, ও ফরসল আহমেদ প্রমুখ।