কওমি মাদরাসার দাওরায়ে হাদিস-এর ফলাফল প্রকাশ আজ
স্টাফ রিপোর্টার :
কওমি মাদরাসার ২০২১ সালের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ রোববার (৭ যিলহজ্জ) মুতাবিক ১৮ জুলাই দুপুর ১২:৩০ মিনিটে। হাইয়াতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে জানানো হয়- ‘হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের আদেশক্রমে ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল রোববার ৭ যিলহজ্জ ১৪৪২ হিজরী মুতাবিক ১৮ জুলাই ২০২১ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে প্রকাশিত হবে, ইনশাআল্লাহ’।
প্রসঙ্গত, তাকমিল পরীক্ষার ফলাফলের বিষয়ে গত ১৬ জুন (বুধবার) হাইয়াতুল উলইয়ার অফিসে এক বৈঠক থেকে ১১ জুলাই (৩০ জিলক্বদ) ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা হয়। তবে পরীক্ষা শেষ হওয়ার ৩ মাস ২ দিন পর গত ১০ জুলাই তাকমিল পরীক্ষার ফলাফল প্রকাশে আরো বিলম্বের কথা জানানো হয়েছিল হাইয়াতুল উলইয়ার পক্ষ থেকে।
শনিবার ১০ জুলাই বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘কঠোর লকডাউন বলবৎ থাকায় ১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ বিলম্বিত হচ্ছে। কোন জরুরি পরিস্থিতি উদ্ভব না হলে, ইনশাআল্লাহ, কুরবানীর ঈদের পূর্বে ফলাফল প্রকাশের আশা করছি।’
বিলম্বের কথা বলা হলেও ১৭ জুলাই শনিবার এক বিজ্ঞপ্তিতে আগামীকাল ফলাফল প্রকাশের বিষয়ে নিশ্চিত করা হলো হাইয়াতুল উলইয়ার পক্ষ থেকে। এতে করে আজ শিক্ষার্থীদের দীর্ঘ দিনের অপেক্ষা শেষ হতে যাচ্ছে অবশেষে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল (বৃহস্পতিবার) শেষ হয়েছে ১৪৪২ হিজরীর হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় তাকমীল জামাতের পরীক্ষা।