মাধবপুরে ১৯ কেজি গাঁজা নিয়ে তিন বোন’সহ গ্রেপ্তার ৪
হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ১৯ কেজি গাঁজা পাচারকালে তিন বোন’সহ চারজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
শনিবার (১৭ জুলাই) ধর্মঘর-জগদীশপুর সড়কের দুর্লভপুর নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত হায়দর আলীর মেয়ে রহিমা খাতুন (৪৫), সাফিয়া খাতুন (৫০) ও পুতুল বেগম (৩০) এবং চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের স্বপন মিয়া (২৪)।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান- শনিবার সকালে বিজিবির একটি দল অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে সাড়ে ১৯ কেজি গাঁজা পাওয়া যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান- এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’