হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আযহার জামাত হবে না
হবিগঞ্জ সংবাদদাতা
সারা দেশে করোনা মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ার ফলে জনসাধারণের স্বাস্থ্যের কথা চিন্তা করে হবিগঞ্জে জেলা আইনশৃংখলা কমিটির মিটিং এবং কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ ২১ জুলাই ২০২১ পবিত্র ঈদুল আযহার ঈদের জামাত কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে না।
স্বাস্থ্যবিধি পালন সাপেক্ষ নিজ নিজ এলাকা ভিত্তিক মসজিদে ঈদের জামাত আাদায় করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মো. মোতাচ্ছিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।