লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলে চাকরি
সময় সিলেট ডেস্ক :
সিলেটের বিয়ানীবাজারের লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানের নাম: লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল
পদের নাম: প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক (বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ধর্ম, সমাজ বিজ্ঞান, শরীরচর্চা, আইসিটি ও হিসাব বিজ্ঞান), অফিস সহকারী এবং দপ্তরি ও আয়া।
কাজের ধরন: পূর্ণকালীন
আবেদন যোগ্যতা: সরকারি বিধি মোতাবেক
আবেদন যেভাবে :
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ আগস্ট ২০২১ তারিখের মধ্যে মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানাসহ আবেদন করতে হবে। ডাকযোগে, ইমেইলে অথবা সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় মোবাইলের মাধ্যমে জানানো হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২১
বেতন ও সুযোগ সুবিধা: আলোচনা সাপেক্ষে
যোগাযোগের ঠিকানা :
মোহাম্মদ সাইফুর রহমান বাবলু
প্রতিষ্ঠাতা ও সভাপতি-
লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল
ডাকঘর : রামধা বাজার-৩১০০, উপজেলা : বিয়ানীবাজার, সিলেট
মোবাইল ০১৭২৩ ৮৫২৯৩৩
ইমেইল: luthfurnehar.mg.school@gmail.com