বানিয়াচংয়ে চোরাইকৃত সিএনজি নবীগঞ্জ থেকে উদ্ধার : গ্রেফতার ১
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচং থেকে চুরি হওয়া সিএনজি উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় মোফাজ্জল (২৪) নামক এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
রোববার (২৫ জুলাই) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজা এলাকা থেকে সিএনজি’সহ মোফাজ্জলকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়- নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের আমকোনা গ্রামের মো. শামীম আহমদ চৌধুরীর পুত্র মো. জাবেদ আহমদ চৌধুরী (৩০) এর সিএনজি তার শ্বশুড়বাড়ি (মাদারিটুলা) বসতভিটার সামনের পাকা রাস্তার উপর থেকে গত ২৪ জুলাই চুরি হয়ে যায়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন- সিএনজি’সহ চোরকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় বানিয়াচং থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।