মাধবপুরে কুকুরকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে আহত ৫০ : হামলা, ভাংচুর
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে কুকুরের পা ভাঙ্গাকে কেন্দ্র করে দু’পক্ষের কয়েক ঘন্টাব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা’সহ কমপক্ষে ৫০জন আহত হয়েছে। গুরুত্বর আহতদেরকে সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়ীয়া, নাসিরনগর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
এসময় বেশ কয়েকটি বাড়ী-ঘর ও দোকান-পাটে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার মাধবপুর-চুনারুঘাট সার্কেলের মহসিন আল মুরাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়- রোববার বিকালে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের নাসিরউদ্দিন লস্করের পালিত কুকুর একই গ্রামের মনির উদ্দিনের হাঁসের খামারে ধাওয়া দেয়। এ সময় মনিরের ছেলে কুকুরটিকে পাল্টা ধাওয়া দিতে গিয়ে পা ভেঙ্গে যায়। এ নিয়ে ওই সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে প্রথম দফা সংর্ঘষ হয়।
এর জের ধরে মঙ্গলবার ভোর ৫টার দিকে দু’পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৩ ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলে। এ সময় কয়েকটি বাড়ী-ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ি, মাধবপুর থানা পুলিশ ও হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষে গুরুতর আহত শিরু মিয়া (৫৫) মোতাচ্ছির মিয়া (২৬) সারফিন (২৫) নিজামউদ্দিন (২৮) রোকনউদ্দিন (৩২) বাছির মিয়া (৩৮) রানু বেগম (৪০) নূরউদ্দিন (২৭) নূর আহম্মদ (৩২) সালেক মিয়া খাঁন (৩৫) বাহার খন্দকার (৩২) লাফু মিয়া লস্কর (৩০) সুজন চৌধুরী (৩৮) আসকির মিয়া লস্কর (৬০) সুমন খাঁন (৩৫) সোয়াই মিয়া মোল্লা (৫০) বাছির মিয়া (৩৮) নাসির মিয়া (৩৫) জাহেদ মিয়া (৩৮) শেখ ফকরুল ইসলাম (৪২) মিনহাজ মিয়া (৩৮) সাদ্দাম মিয়া (২৬) সোহেল মিয়া (৩৬) খোকন মিয়া (৩৫) আরিছ মিয়া (২৮) গংকে সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়ীয়া, নাসিরনগর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি ও চিকিৎসা দেয়া হয়েছে।
থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।