জুড়ীতে ফ্রি অক্সিজেন সেবায় ২০টি সিলিন্ডার যুক্ত
জুড়ী সংবাদদাতা
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের উদ্যোগে জুড়ী এবং বড়লেখা উপজেলায় ফ্রি অক্সিজেন সেবায় নতুন করে ২০টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হয়েছে।
বুধবার (২৮ জুলাই) নতুন ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদানের মধ্য দিয়ে এ সেবার উদ্বোধন করেন এস এম জাকির হোসাইন।
এ সময় তিনি বলেন- জুড়ী বড়লেখার মানুষের শ্বাসকষ্ট, করোনা রোগী’সহ গরীব মানুষের সুবিধার্তে গত মে মাসের ২৩ তারিখ ফ্রি অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করি। বর্তমান এই সময়ে ধনী গরিব অনেক মানুষ টাকা দিয়ে অক্সিজেন পাচ্ছে না। জুড়ী ও বড়লেখায় যারা এর দায়িত্বে রয়েছেন তারা ১৭টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সংকুলান দিতে পারছে না। নতুন করে মোট ২০টি অক্সিজেন সিলিন্ডার আগের এগুলোর সাথে যুক্ত হলে কেউ আমাদের সেবা থেকে বঞ্চিত হবে না আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম ছফু, জীবন রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চন্দন দাস, বড়লেখা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর রেহান পারভেজ রিপন, ডা. আল আমিন তালুকদার, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, সহ-সম্পাদক ইকবাল খান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সাহাব উদ্দিন সামসু, রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তাপস দাস, সাবেক সভাপতি এ আর সাজেদ প্রমুখ।