দারুল উলুম দেওবন্দের নায়েবে মোহতামীমের ইন্তেকাল : সর্বত্র শোকের ছায়া
সংবাদ বিজ্ঞপ্তি
বিশ্বের অন্যতম প্রধান ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দের মুহাদ্দীস ও নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল খালিক সাম্বলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (৩০ জুলাই) শুকবার বিকেল ৪টার সময় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
আল্লামা আব্দুল খালিক সাম্বলী ১৯৮২ সাল থেকে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতার পাশাপাশি ২০০৮ সাল থেকে দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে, মাওলানা আব্দুল খালিক সাম্বলী ইন্তেকালে বাংলাদেশে আলেমদের শোক প্রকাশ করেছেন- আযাদ দ্বীনি এদারা বোর্ডের সভাপতি ও জামিয়া মাদানিয়া আংগুরা মোহাম্মদপুর-এর মহাপরিচালক আল্লামা শায়েখ জিয়া উদ্দীন, জামেয়া ক্বাসিমূল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ. মাদরাসার মোহতামীম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার মোহতামীম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, আযাদ দ্বীনি এদারা তালিম বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বাছির, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আহমদ দয়ামিরী, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, শাইখুল হাদীস মুফতি মুজিবুর রহমান, মেওয়া মাদরাসার নির্বাহী মোহতামীম মাওলানা আব্দুল মতিন, মুরাদগঞ্জ টাইটেল মাদরাসার মোহতামীম মাওলানা শায়েখ আতিকুর রহমান, বিশ্বনাথ জামেয়া মাদানিয়ার মোহতামীম মাওলানা শিব্বীর আহমদ।
শুক্রবার (৩০ জুলাই) যৌথ এক বিবৃতিতে শোক প্রকাশ করেন।
শোক বার্তায় বলেন- দারুল উলুম দেওবন্দ মাদরাসার নাইবে মোহতামীম আল্লামা আব্দুল খালিক সাম্বলী ইন্তেকালে বাংলাদেশ’সহ গোটা বিশ্বের আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের আলা মাকাম দান করেন।