লাখাইয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
লাখাই সংবাদদাতা
হবিগঞ্জের লাখাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিতরণ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।
মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় ও যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
সভা শেষে ৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ নারীকে সেলাই মেশিন এবং ২ জন নারীকে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।