হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেছে মিনহাজ উদ্দিন নামে ৩ বছরের এক শিশুর। রোববার (৮ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার আশেড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু মিনহাজ উদ্দিন ওই গ্রামের আনোয়ার রহমানের পুত্র।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান- মিনহাজ উদ্দিন নামে ওই শিশুটি বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে বসে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে এবং তলিয়ে যায়। পরে অন্যান্য শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। কিছু সময় খুঁজাখুঁজি করে ওই শিশুটিকে পানির নিচ থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।