আজমিরীগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ : প্রতিবাদে মানববন্ধন
আজমিরীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইলামনগর গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী।
সোমবার (৯ আগস্ট) দুপুরে বন্ধ করে দেয়া রাস্তার পাশে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ইলামনগর গ্রামের মুরুব্বি আলাই মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান টিপু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান মোয়াজ্জেম হোসেন, মুরুব্বি আদর মিয়া, ইয়াসিন মিয়া, তানভীর আহমেদ,দুলুভী বেগম, আফতারুন নেচা সহ শত-শত গ্রামবাসী।
এ সময় বক্তারা বলেন- ইলামনগর গ্রামের ১৭০টি পরিবারের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র শতবর্ষী রাস্তা এটি। এই রাস্তা দিয়ে শতবছর ধরে গ্রামবাসী চলাচল করছেন। কিন্তু সম্প্রতি সাবেক পৌর প্রশাসক গোলাম ফারুকের নেতৃত্বে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাস্তাটি বন্ধ করে দেয়। এমনকি সেখানে পাকা গেট নির্মাণের কাজও প্রায় সম্পন্নের দিকে।
হাসপাতালে রোগী নিয়ে যাওয়া-আসা, কলেজ শিক্ষার্থীদের এসাইনমেন্ট আনা-জমা দেয়া এমনকি নিত্য প্রয়োজনীয় ঔষধ, বাজার সদাই আনতে গেলেও প্রভাবশালীদের দ্বারা বাঁধা গ্রস্ত হচ্ছেন তারা। এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে গ্রামবাসীর পক্ষ থেকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
এ বিষয়ে সাবেক পৌর প্রশাসক গোলাম ফারুক জানান -বিষয়টির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি আজিম নগর এলাকাবাসী এবং মসজিদ কমিটির সিদ্ধান্ত। তবে শুনেছি গেটের পাশে পায়ে হাটার জন্য একটি রাস্তা রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহা সুলতানা সুমীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি জুম মিটিংয়ে আছেন বলে জানান।