নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান
নবীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে যুক্তরাষ্ট্রস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি।
মঙ্গলবার (১০ আগস্ট) নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি যুক্তরাষ্ট্র-ইন্ক-এর অর্থায়নে ও ইউনাইটেড আইডিয়াল সোসাইটির সার্বিক তত্ত্বাবধানে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আব্দুস সামাদের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেয়া হয়।
এ সময় ইউনাইটেড আইডিয়াল সোসাইটির সভাপতি মো. মুজাহিদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন- নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মুজিবুর রহমান চৌধুরী শেফু, ইউনাইটেড আইডিয়াল সোসাইটির উপদেষ্টা শিহাব আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র শাহ রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার হিমেল, সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, দিনরাত নিউজ ডট নেট’র প্রকাশক আমীর হামজা, ইউনাইটেড আইডিয়াল সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান মুকুল, প্রচার সম্পাদক মো. আরিফুল হক রুপন, সাংস্কৃতিক সম্পাদক আলী আহমেদ বেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ক্বারি শেখ রানা তালুকদার, সিনিয়র সদস্য বিদ্যুৎ কুমার দাশ, মির্জা নূর মোহাম্মদ সেলিম।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা মো. মইনুল ইসলাম, মিটন আহমেদ, আতাউর রহমান শামীম, বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ, নবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক এন. সাকিব চৌধুরী, মো. কাইয়ূম চৌধুরী, সৈয়দ শোয়েবুর রহমান শোয়েব, মো. সামছুল হক প্রমুখ।
এ সময় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠানে যুক্ত হোন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি যুক্তরাষ্ট্র-ইন্ক-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, অর্থ সম্পাদক মো. গোলাম মোহিত, সদস্য আক্তার হোসেন নানু।