সিলেট নগরীতে দোকান কর্মচারীকে খাদ্য সহায়তা প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি
করোনায় বিপাকে পড়া সিলেট মহানগরের ৫শত দোকান কর্মচারীকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রোববার (৮ আগস্ট) সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন- বৈশ্বিক মহামারি করোনার কারণে সবাই আজ কমবেশি ক্ষতিগ্রস্ত। তবে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বেশি সংকটে। অনেকে খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় দুস্থদের সহায়তায় যার যার অবস্থান থেকে সাধ্যমতো এগিয়ে আসতে হবে। অসহায়-দুস্থদের সহায়তা করা সকলের নৈতিক দায়িত্ব।
বক্তারা সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ত্রাণ বিতরণ কার্যক্রমের প্রশংসা করে বলেন- এই সংগঠনটি করোনার শুরু থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আশা করি তারা এই মহৎ কাজ অব্যাহত রাখবে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, এফবিসিসিআই-এর পরিচালক তাহমিন আহমেদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী রইছ আলী, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান আতিক।