রংপুর অফিসে বদলী উপলক্ষে এস এম আব্দুল বারীকে হলুদ দলের সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক এস এম আব্দুল বারী’র রংপুর অফিসে বদলী উপলক্ষে হলুদ দল, সিলেট অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১২ আগস্ট) এক সংবর্ধনা প্রদান করা হয়।
হলুদ দলের সভাপতি জাবেদ আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ও হলুদ দলের প্রধান উপদেষ্টা নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ। বিশেষ অতিথি ছিলেন- ডিজিএম মো. আতিকুর রহমান। বক্তব্য রাখেন- যুগ্ম-পরিচালক মো. সাইফুল আলম, নুর আহমদ, প্রসুন কান্তি সামন্ত, হেমেন্দ্র কুমার তালুকদার, মোহাম্মদ আলী আকতার, বিনয় ভূষণ রায়, উপ-পরিচালক শাহ মো. আশরাফ সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।