যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকে জাতীয় শোক দিবস পালিত
সংবাদ বিজ্ঞপ্তি
জাতির পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সকালে ব্যাংক ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবুল কালাম। পরে বাংলাদেশ ব্যাংক চত্বর হতে শোভাযাত্রা সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ব্যাংক কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলির পর ব্যাংকের বিভিন্ন সংগঠন পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবুল কালাম, মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, ডিজিএম খালেদ আহমদ, শামীমা নার্গিস, মো. আমিনুল ইসলাম, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, এ,টি,এম আব্দুল্লাহ, মো. আতিকুর রহমান, কালিপদ রায়, মো. জাবেদ আহমদ, সঞ্জীবন মজুমদার, ডা. উম্মে কুলসুম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কবির আহমদ শরীফ, যুগ্ম সম্পাদক বিপ্লব চন্দ্র দত্ত, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সেক্রেটারী মোঃ আব্দুল কাইয়ুম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সেক্রেটারি মোঃ ফয়জুল কবির, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সহসভাপতি মোঃ শফিকুল ইসলাম, সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য, কনিকসের সেক্রেটারি রনজিত মালাকার, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাবেক সভাপতি বিনয় ভূষণ রায়, জলি তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সুব্রত দত্ত, মোহাম্মদ আলী আকতার, ব্যাংক অফিসার্স ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ নকীব হোসেইন ও সেক্রেটারি মোঃ আব্দুল হাদী, বাকসের সাধারণ সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাস , এমপ্লয়িজ এসোসিয়েশন (সিবিএ) সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোঃ আলমগীর, কর্মচারী সংঘের কেন্দ্রীয় সহসভাপতি কামরুল হোসেন সরকার, আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি মোঃ আক্কাছ, যুগ্ম সম্পাদক মোঃ আলীনুর রহমানসহ বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। দিনের আরো কর্মসূচির মধ্যে ছিল বাদ জোহর শাহজালাল উপশহর বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম ও মোঃ সিরাজুল ইসলাম, ডিজিএম খালেদ আহমদ, মোঃ আমিনুল ইসলাম, এ,টি,এম আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, জাবেদ আহমদ, যুগ্ম পরিচালক মোঃ সাইফুল আলম, মোঃ ইকবাল হাসান, মোঃ নুর আহমদ, মোঃ বাবুল আক্তার, মোঃ আশরাফ উদ্দিন, এটিএম হাবিবুল্লাহ, ছালেহ আহমদ, উপপরিচালক মোঃ বদরুদ্দোহা, সিবিএ সভাপতি মোঃ আজিজুর রহমান, কর্মচারী সংঘের সহসভাপতি আবু হেনা মোঃ ফারহানসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।