ফ্রেন্ডস সোসাইটির প্রবাসী উপদেষ্টাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন
সংবাদ বিজ্ঞপ্তি
ফ্রেন্ডস সোসাইটির নবগঠিত সম্মানিত প্রবাসী উপদেষ্টা ২০২১-২০২২ ইংরেজী সম্পন্ন হয়েছে। ফ্রেন্ডস সোসাইটির সম্মানিত প্রবাসী উপদেষ্টা নির্বাচিত হওয়ায় তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ফ্রেন্ডস সোসাইটি বৃহত্তর বিশ্বনাথ, সিলেট-এর নেতৃবৃন্দ। তারা আজ গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে নির্বাচিত সকল প্রবাসী উপদেষ্টাদের সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন।
নবগঠিত সম্মানিত প্রবাসী উপদেষ্টারা হলেন- মো. আব্দুল আজিজ, হাজী মো. আব্দুল কাইয়ুম, মো. দিলোয়ার হোসাইন, হাফিজ মো. আব্দুল হামিদ, মো. ইসলাম উদ্দিন, মো. আব্দুল হক, মো. জামিল হোসেন, মো. শামীম আহমদ, মো. ছালেহ আহমদ, মো. আবুল হোসেন, মো. নূরুল হোসেন, মো. কামাল হোসেন, মো. ইকবাল হোসেন, মো. কুতুব উদ্দিন, মো. মুছলে আহমদ, মো. ফয়জুর রহমান, মো. বদরুল ইসলাম, মো. কাওছার আহমেদ, মো. আওলাদ আহমদ, মো. মইনুল হোসেন, মো. জাহেদ মিয়া, মো. নূর মিয়া, মো. এমরান হোসেন, মো. সাহেল আহমদ।
বিজ্ঞপ্তিতে ফ্রেন্ডস সোসাইটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন- আমাদের সুযোগ্য প্রবাসী উপদেষ্টামন্ডলি এই সামাজিক ও ক্রীড়ামূলক সংগঠনের সাথে সব সময় যুক্ত থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে সোসাইটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং সমাজকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।