সাপ্তাহ দিনের ব্যবধানে মাতা ও বড়ভাই হারালেন যুব জমিয়ত নেতা সাহেদ
সংবাদ বিজ্ঞপ্তি
যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাহেদ আহমেদ-এর মাতা রোববার (১৫ আগস্ট) ভোরে বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন। এর আগে গত ৬ আগস্ট বড়ভাইকে হারালেন সাহেদ আহমেদ।
এদিকে, মাওলানা সাহেদ আহমেদ-এর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি (ভারপ্রাপ্ত) শায়খ জিয়া উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ, যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, সিলেট জেলা ছাত্র জমিয়তের আহবায়ক হাফিজ ফরহাদ আহমদ, যুব জমিয়ত সিলেট মহানগরীর অর্থ সম্পাদক আবু সুফিয়ান, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মারুফুল হাসান।
রোববার (১৫ আগস্ট) যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।