খোলেছে পর্যটনকেন্দ্র: সিলেটের মাজার হয়ে উঠেছে ব্যস্ত
নগর সংবাদদাতা
সিলেটে সামগ্রীকভাবে পর্যটকদের আনাগোনা তেমন একটা না থাকলেও মাজারভিত্তিক পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করেছে। দরগাগেইট সংলগ্ন আবাসিক হোটেলগুলোর কর্তৃপক্ষের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।
দীর্ঘদিন সিলেটসহ সারাদেশের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৯ আগস্ট) খুলে দেয়া হলেও সিলেটে এখনো পর্যটকদের খুব একটা আনাগোনা নেই। তবে হযরত শাহজালালের রহ. মাজার জিয়ারতের উদ্দেশ্যে দেশের ভক্ত-অনুরাগীরা সুযোগ পেলেই ছুটে আসেন সিলেটে।
এই ভক্তদের মধ্যে অনেকেই করোনাকালেও সিলেট এসেছেন এবং মাজার এলাকায় তাদের দেখা গেছে। বৃহস্পতিবারও বুধবার থেকে আবারও তাদের আনাগোনা বাড়তে শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করলেন দরগাগেইট এলাকার হোটেল আল আরবের ম্যানেজার হুমায়ুন কবীর নবীন। সংবাদ মাধ্যমকে তিনি জানান- মাজার কেন্দ্রিক পর্যটকদের আনাগোনা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এতদিন আমাদের এখানে তেমন একটা বোর্ডার না থাকলেও বুধবার থেকে সংখ্যায় কম হলেও কিছু বোর্ডার আসছেন।
খুব দ্রুত পরিস্থিতির পরিবর্তন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।