শব্দকথা’র মুজিববর্ষ সংখ্যার পাঠ উন্মোচন ও বৃক্ষরোপণ
সংবাদ বিজ্ঞপ্তি
ত্রৈমাসিক শব্দকথা’র মুজিববর্ষ সংখ্যার ২য় সংস্করণের পাঠ উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২২ আগস্ট) দুপুরে সিলেট লেখক ফোরামের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ফোরামের সভাপতি কবি, সাংবাদিক নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে এবং স্কুলের সিনিয়র শিক্ষক আজম আলীর সঞ্চালনায় শব্দকথার পাঠ উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শব্দকথার প্রধান সম্পাদক সাইফুর রহমান কায়েস। বিশেষ অতিথি তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মাওলানা খলিলুর রহমান, শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই, আশা টুকেরবাজার বাজার ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সত্যেন্দ্র দেব, আশা কামালবাজার ব্রাঞ্চের ম্যানেজার ফয়সল আহমদ প্রমুখ।