নুরুল ইসলাম জুয়েল-এর মাতা’র ইন্তেকালে জমিয়ত নেতৃবৃন্দের শোক
সংবাদ বিজ্ঞপ্তি
জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জুয়েল এর মাতা’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়ত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দীন খান, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শায়েখ আব্দুল মতিন নাদিয়া, সহ-সভাপতি মাওলানা মাহফুজ আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, ছাত্র জমিয়তের প্রাক্তন সভাপতি এম সাইফুর রহমান, সিলেট জেলা জমিয়তের দপ্তর সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, যুব জমিয়ত সিলেট মহানগরীর অর্থ মাওলানা কবীর আহমেদ, অর্থ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সিলেট জেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব লোকমান হাকীম।
শোক বার্তায় নেতৃবৃন্দ মারহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মাওলানা নুরুল ইসলাম জুয়েল-এর মাতা ২৪ আগস্ট মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটের সময় বাঘাস্থ নিজবাড়ীতে ইন্তেকাল করেন।