ডিজিএম কালিপদ রায়কে নিরাপত্তা ব্যবস্থাপনা ইউনিটের সংবর্ধনা প্রদান
বিশেষ সংবাদদাতা
বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনা ইউনিটের ডিজিএম কালিপদ রায় এর ব্যাংক পরিদর্শন বিভাগে বদলী উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়।
যুগ্ম-পরিচালক মো. নুর আহমদের সভাপতিত্বে ও মো. বাবুল আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ডিজিএম (প্রশাসন) খালেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন ডিজিএম ও বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি জাবেদ আহমদ ও সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিসিটিভি অপারেটর মো. মনিরুল ইসলাম, সিনিয়র কেয়ারটেকার মো. আবুল কালাম, মো. নুরুল আমীন, মো. ইজ্জত আলী প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাংকে আউটসোর্সিং জাকারিয়া কোম্পানি ও অরনেট কোম্পানির সুপারভাইজার ও সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
একই অনুষ্ঠানে বিভাগের অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় ডিজিএম খালেদ আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।