জমিয়তের উদ্যোগে ও প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে খৎনা ক্যাম্পিং সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৩নং ইউপি কানাইঘাট, সিলেট-এর উদ্যোগে এবং সামাজিক ও জনকল্যাণ মূলক সংগঠন ‘প্রকাস কল্যাণ ফাউন্ডেশন’-এর অর্থায়নে প্রি খৎনা ক্যাম্পিং সম্পন্ন হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্থানীয় মাঝরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই খৎনা ক্যাম্পিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জমিয়তের প্রশিক্ষন সম্পাদক ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল মতিন। বক্তব্যে তিনে বলেন- ভারত উপমহাদেশ তথা বাংলাদেশের সর্বপ্রাচীন সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও দশের তরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সুন্নতে নবীর আমল জারি রাখতে মোট ৩২টি বাচ্ছাকে খৎনা দেয়া হয়।
তিনি আরও বলেন- আর্তমানবতায় সেবায় নিয়োজিত ‘প্রকাস কল্যাণ ফাউন্ডেশন’ কানাইঘাটের একঝাঁক প্রবাসীদের ঘাম ঝরানো পরিশ্রমের অনুদান যেন আল্লাহ কবুল করে ইহ ও পরকালীন কল্যাণ বয়ে আনেন।
হাফিজ আবুল কালাম শাহানের পরিচালনা আর আলবাব আহমদের কালামে পাকের তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া খৎনা ক্যাম্পিংয়ে উদ্ভোধনী বক্তব্য রাখেন- ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা আব্দুল হাফিজ, শুভেচ্ছা বক্তব্য রাখেন- আবুল কালাম শাহান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ৯নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন ও এবাদুর রাহমান, কানাইঘাট শিক্ষক সমিতির সভাপতি মাস্টার খাজা আজির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- মাঝরগ্রাম হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজ আব্দুল মালিক। এছাড়াও স্থানীয় মসজিদের ইমাম সাহেবান ও এলাকার বিশিষ্টব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে মাওলানা আব্দুল মতিন সাহেবের দোআর মাধ্যমে আনুষ্ঠানিক খৎনা কার্য শুরু হয়।