বানিয়াচংয়ে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার
হবিগঞ্জ সংবাদাদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলা, সাজাপ্রাপ্ত, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং মাদক ব্যবসায়ীসহ ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেনের দিক নির্দেশনায় এএসআই মো. তোহা ও মোহাম্মদ সাদ্দাম হোসেনের নেতৃত্বে সাঁড়াশি অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- উপজেলার নখলার আব্দা গ্রামের বাসিন্দা ও মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মৃত সাদী মোহাম্মদের পুত্র টেনু মিয়া এবং দৌলতপুর (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা ও ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মৃত খুশিদ মিয়ার পুত্র শওকত মিয়া (৪৭)।
অপরদিকে, বিথঙ্গল পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ মীরপুর গ্রামে অভিযান পরিচালনা করে উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত দেবরাজ রবিদাসের পুত্র গুমা রবিদাসকে ৮০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার করেছে। এছাড়া একই সময়ে আরও ২ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ২টায় বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাসের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত প্রথমরেখ গ্রামের হোসেন আহমদ হত্যা মামলার প্রধান আসামি মৃত আবুল হোসেনের পুত্র সেলু মিয়াকে (৩৫) মৌলভীবাজার জেলার শেরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
বানিয়াচং থানার মামলার (ওসি) মো. এমরান হোসেন সিলেট ভয়েসকে জানান, চুরি-ডাকাতি, মদ, জুয়া, দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধ ও মাদক নির্মূলে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।