চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন : লাখ টাকা জরিমানা
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জ চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ছালেক মিয়া নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ছালেক মিয়া উপজেলার পঞ্চাশ এলাকার জালাল মিয়ার ছেলে। অভিযান ১৫ হাজার ঘনফুট ভালো জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। তিনি জানান- এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।