দোয়ারাবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দোয়ারাবাজার সংবাদদাতা
“মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্ততি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি বেলাল আহমেদ, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ করিম লিলু প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তরা বলেন- যে কোন দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাছাড়া মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে সবাইকে সচেতন হতে হবে। এক্ষেত্রে অবাধে বৃক্ষ নিধন বন্ধ করে বেশি করে গাছ লাগাতে হবে, অপরিকল্পিতভাবে রাস্তার পাশে পুকুর খনন, নদীর অবৈধ বাঁধ অপসারণ ও নদী থেকে মাটি উত্তোলন নিরসনে সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সবাকেই সচেতন থাকবে হবে।