কুরআন অবমাননার ঘটনায় জালালাবাদ ইমাম সমিতির বিক্ষোভ
সংবাদ বিজ্ঞপ্তি
কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপে মহাগ্রন্থ আল কুরআনের অবমাননার প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জালালাবাদ ইমাম সমিতি।
বুধবার (১৩ অক্টোবর) মধ্যরাতে নগরীর ভার্থখলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কামরান চত্বরে এসে এক সংক্ষপ্তি সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দ।
জালালাবাদ ইমাম সমিতি সিলেটের সভাপতি হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ এর নেতৃত্বে এতে নগরীর বিভিন্ন মসজিদের পেশ ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। পরে মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ করা হয়।