গাছের সাথে এ কেমন শত্রুতা!
স্টাফ রিপোর্টার
কুমিল্লার লাকসামে পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে পুকর পাড়ে লাগানো অর্ধশতাধিক পেপে গাছ কেটে ফেলা হয়েছে। লাকসাম উপজেলার মনপাল গ্রামে এই ঘটনা ঘটে।
মনপাল গ্রামের বাসিন্দা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দীন ইসলাম বলেন- গ্রামের পূর্ব পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় তার কয়েকটি পুকুর রয়েছে। পুকুর পাড়ে তিনি লাউ, পেপেসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেন।
তিনি আরও জানান- গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) সকালে একটি পুকুর পাড়ে গিয়ে দেখেন ফল ধরা অর্ধশতাধিক পেপে গাছ কেটে ফেলে রাখা হয়েছে। তার ধারণা পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।
তিনি বিষয়টি এলাকার বিশিষ্টজনদের জানিয়েছেন। এ নিয়ে তিনি থানায় অভিযোগ করবেন বলেও জানান।