অপহরণের পর ধর্ষণ : শায়েস্তাগঞ্জ থেকে যুবক গ্রেফতার
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
অপহরণের পর জোরপূর্বক ধর্ষণ ও এতে সহায়তা করার অপরাধে অভিযান চালিয়ে র্যাব নজরুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে শায়েস্তগঞ্জ থানার ওলিপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নজরুল উপজেলার চন্ডিপুর এলাকার মো. জিতু মিয়ার ছেলে।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়- তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অপহরণের পর জোরপূর্বক ধর্ষণ ও এতে সহায়তা করার অভিযোগে একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।