মাধবপুরে ৫১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ৫১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাধবপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম হিরা মিয়া (৩৩)। তিনি জেলার চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের আলফু মিয়ার ছেলে।
সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৯ সিলেট এসব তথ্য জানায়।
র্যাব জানায়- অভিযানকালে ৪টি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যাবার সময় র্যাবের আভিযানিক দল হিরা মিয়াকে গ্রেফতার করেছে। এ সময় আরও তিনজন পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে হিরা আরও তিন জনের নাম বলে এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব আরও জানায়- তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা হয়েছে।