বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন- আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা সময়মতো নতুন বই পাবে।
গত শনিবার চাঁদপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন- বিগত বছরের মতো এবারো নতুন বই শিক্ষার্থীরা পাবে। করোনা পরিস্থিতিতেও সে লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আশা করা যাচ্ছে, প্রতিবছরের মতো এবারো বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাবে।