উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির নির্বাচন গত ২০ ডিসেম্বর উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চী গাঁওস্হ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ করেন ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ।
নির্বাচনে সদস্যদের প্রদানকৃত সবোর্চ্চ ভোটে ম্যানেজিং কমিটি গঠন করা হয় এবং সোমবার (২৭ ডিসেম্বর) ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯’ এর ২৯ (৩) ধারা অনুযায়ী বিদ্যালয়ের ওই ম্যানেজিং কমিটির অনুমোদন প্রদান করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট।
নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা হলেন : সভাপতি মো. জসিম উদ্দিন খান, দাতা সদস্য মো. জহুরুল হোসেন জহির, শিক্ষক প্রতিনিধি মো. কামরুল হুদা, স্বপন কুমার দাশ, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মনুষা রাণী দাস, অভিভাবক সদস্য সৈয়দ আনোয়ার হোসেন, শামীম আহমদ, মানিক মিয়া, রেজাউর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আখারুন বেগম, সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক মো. দরবেশ আলী।
দানবীর সেলিম জে আহমেদ’র অভিনন্দন : এদিকে, ‘উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়’ এর নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন- এসএমএস মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক দানবীর সেলিম জে আহমেদ।
আজ দৈনিক সময় সিলেট-এর বার্তাকক্ষে প্রেরিত এক শুভেচ্ছাবার্তায় তিনি ‘উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়’ এর শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি উত্তরোত্তর সমৃদ্ধি এবং নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।